ওয়াজ মাহফিল ঘিরে উত্তেজনা, বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি

বগুড়ার ধুনট উপজেলায় একটি মসজিদের ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও এর আশপাশের ২০০ গজ এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই আদেশ জারি করেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিয়ার পাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদ কমিটির পক্ষ থেকে ২ জানুয়ারি (শুক্রবার) একদিনের এক ওয়াজ মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছিল। মাহফিলের স্থান হিসেবে নির্ধারিত ছিল নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। মসজিদ কমিটির পক্ষ থেকে সেখানে প্যান্ডেল নির্মাণসহ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে একই গ্রামে অবস্থিত প্রতিপক্ষ অন্য একটি মসজিদের কমিটির সাথে ওই মাঠ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। মাহফিল আয়োজনের খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপটি এর তীব্র বিরোধি

ওয়াজ মাহফিল ঘিরে উত্তেজনা, বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি

বগুড়ার ধুনট উপজেলায় একটি মসজিদের ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও এর আশপাশের ২০০ গজ এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই আদেশ জারি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিয়ার পাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদ কমিটির পক্ষ থেকে ২ জানুয়ারি (শুক্রবার) একদিনের এক ওয়াজ মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছিল। মাহফিলের স্থান হিসেবে নির্ধারিত ছিল নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। মসজিদ কমিটির পক্ষ থেকে সেখানে প্যান্ডেল নির্মাণসহ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে একই গ্রামে অবস্থিত প্রতিপক্ষ অন্য একটি মসজিদের কমিটির সাথে ওই মাঠ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। মাহফিল আয়োজনের খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপটি এর তীব্র বিরোধিতা শুরু করে।

এ নিয়ে গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধুনট থানা পুলিশ উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসলেও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা দেখা দেয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ বা জমায়েত করা যাবে না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ওয়াজ মাহফিল এলাকা বর্তমানে পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর মাহফিল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow