কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!
নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ যখন বক্স অফিসে আয়ের সুনামি ঘটাচ্ছিল, তখন সেই সাফল্যের অন্যতম ভাগীদার ছিলেন সুমতি চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন। ছবির শেষে তার চরিত্রটি যে জায়গায় দাঁড়িয়েছিল, তাতে সিক্যুয়েলে তাকে ছাড়া গল্প এগিয়ে নেওয়া অসম্ভব বলেই মনে করেছিলেন সিনেবোদ্ধারা। কিন্তু সে অসম্ভবই এখন বাস্তবে রূপ নিতে চলেছে। বি-টাউনের জোর গুঞ্জন—কঠোর শর্ত আর আকাশছোঁয়া পারিশ্রমিকের দ্বন্দ্বে ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়ছেন দীপিকা! আর সেই শূন্যস্থান পূরণে উঠে আসছে দক্ষিণী সেনসেশন সাই পল্লবীর নাম।
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, মাতৃত্বকালীন ছুটির পর কাজে ফিরলেও দীপিকা তার শর্তে অনড়। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, সিক্যুয়েলের জন্য দীপিকা তার পারিশ্রমিক এক লাফে ২৫ শতাংশ বাড়ানোর দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি সাফ জানিয়ে দিয়েছেন—দিনে ৭ থেকে ৮ ঘণ্টার বেশি তিনি শুটিং ফ্লোরে থাকবেন না। বিগ বাজেটের এমন মহাকাব্যিক সিনেমায় যেখানে দিন-রাত এক করে কাজ করতে হয়, সেখানে নায়িকার এমন ‘করপোরেট শর্ত’ মেনে নিতে নারাজ নির্মাতারা। এই অনড় অবস্থানকে ‘পেশাদার দায়বদ্ধতার অভাব
নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ যখন বক্স অফিসে আয়ের সুনামি ঘটাচ্ছিল, তখন সেই সাফল্যের অন্যতম ভাগীদার ছিলেন সুমতি চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন। ছবির শেষে তার চরিত্রটি যে জায়গায় দাঁড়িয়েছিল, তাতে সিক্যুয়েলে তাকে ছাড়া গল্প এগিয়ে নেওয়া অসম্ভব বলেই মনে করেছিলেন সিনেবোদ্ধারা। কিন্তু সে অসম্ভবই এখন বাস্তবে রূপ নিতে চলেছে। বি-টাউনের জোর গুঞ্জন—কঠোর শর্ত আর আকাশছোঁয়া পারিশ্রমিকের দ্বন্দ্বে ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়ছেন দীপিকা! আর সেই শূন্যস্থান পূরণে উঠে আসছে দক্ষিণী সেনসেশন সাই পল্লবীর নাম।
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, মাতৃত্বকালীন ছুটির পর কাজে ফিরলেও দীপিকা তার শর্তে অনড়। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, সিক্যুয়েলের জন্য দীপিকা তার পারিশ্রমিক এক লাফে ২৫ শতাংশ বাড়ানোর দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি সাফ জানিয়ে দিয়েছেন—দিনে ৭ থেকে ৮ ঘণ্টার বেশি তিনি শুটিং ফ্লোরে থাকবেন না। বিগ বাজেটের এমন মহাকাব্যিক সিনেমায় যেখানে দিন-রাত এক করে কাজ করতে হয়, সেখানে নায়িকার এমন ‘করপোরেট শর্ত’ মেনে নিতে নারাজ নির্মাতারা। এই অনড় অবস্থানকে ‘পেশাদার দায়বদ্ধতার অভাব’ হিসেবেই দেখছে প্রযোজনা সংস্থা। ফলে ২০ দিন শুটিং করার পরও তাকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।
একই কারণে এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকেও বাদ পড়েছিলেন দীপিকা। সেখানে তার জায়গায় সুযোগ পেয়েছিলেন ‘অ্যানিমেল’ খ্যাত তৃপ্তি ডিমরি। এবার ‘কল্কি’র সিক্যুয়েলে দীপিকার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাই পল্লবী—এমনটাই খবর। শুরুতে আলিয়া ভাটের নাম শোনা গেলেও, সাই পল্লবীর অভিনয়ের গভীরতা ও ‘ন্যাচারাল বিউটি’ ইমেজ তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে। যদিও এখন পর্যন্ত পরিচালক বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দীপিকা না থাকায় গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যাবে বলে ধারণা করা হচ্ছে। চিত্রনাট্যে পরিবর্তন এনে সুমতি চরিত্রটিকে মৃত দেখানো হতে পারে অথবা গল্পটি এমনভাবে সাজানো হবে যেখানে সাই পল্লবী সম্পূর্ণ নতুন একটি শক্তিশালী চরিত্রে আবির্ভূত হবেন। প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসানের মতো মহাতারকাদের ভিড়ে সাই পল্লবী নিজের জায়গা কতটা পোক্ত করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
তবে দীপিকার মতো একজন প্রথম সারির অভিনেত্রীর এভাবে বাদ পড়া ইন্ডাস্ট্রিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে তার ব্যক্তিগত সময় ও স্বাচ্ছন্দ্যের অধিকার, অন্যদিকে সিনেমার বিশাল ক্যানভাস ও নির্মাতাদের লগ্নির ঝুঁকি—এই দুইয়ের দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয় হলো নির্মাতাদেরই।