কঠোর গোপনীয়তায় কারাগার থেকে সরানো হলো স্ত্রীসহ সন্ত্রাসী সাজ্জাদকে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামের অন্যতম সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনকে গোপনে সরানো হয়েছে। কয়েক দিন আগে তাদের সরানো হলেও সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দুজনকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজশাহী এবং তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। সাজ্জাদ বর্তমানে এক ডজন মামলার আসামি। ঢাকার বসুন্ধরা সিটি থেকে ১৫ মার্চ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামে ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনী। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সূত্রে জানায়, সাজ্জাদ কারাগারে থাকা অবস্থাতেও এলাকায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক ডাবল মার্ডারেও তার নাম ওঠে। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, কারাগারে বসে নির্দেশ দেওয়া রুখতে দূরবর্তী কারাগারে স্থানান্
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামের অন্যতম সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনকে গোপনে সরানো হয়েছে। কয়েক দিন আগে তাদের সরানো হলেও সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দুজনকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজশাহী এবং তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। সাজ্জাদ বর্তমানে এক ডজন মামলার আসামি। ঢাকার বসুন্ধরা সিটি থেকে ১৫ মার্চ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামে ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনী।
স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সূত্রে জানায়, সাজ্জাদ কারাগারে থাকা অবস্থাতেও এলাকায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক ডাবল মার্ডারেও তার নাম ওঠে। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, কারাগারে বসে নির্দেশ দেওয়া রুখতে দূরবর্তী কারাগারে স্থানান্তরই কার্যকর পদ্ধতি।
জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, প্রায় ১০ দিন আগেই স্থানান্তর সম্পন্ন হয়েছে। তথ্যের অসংগতি থেকেই স্পষ্ট— এ পুরো প্রক্রিয়া ছিল অত্যন্ত গোপনীয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, দুজনকে পৃথক কারাগারে নেওয়া হয়েছে।
কারা বিভাগ চট্টগ্রামের ডিআইজি প্রিজন ছগির মিয়া বলেন, সাজ্জাদকে রাজশাহী ও তার স্ত্রীকে ফেনী পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
What's Your Reaction?