কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই : আবু আশফাক

ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, আমি কথার রাজনীতি নয়, কাজের রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেই জনগণের আস্থা ও প্রত্যাশার প্রমাণ দিতে চাই। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ও মাহমুদপুর এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনী পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। খন্দকার আবু আশফাক বলেন, দীর্ঘদিন ধরে দোহার-নবাবগঞ্জের মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দিকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। জনগণের সমস্যা শুনে সমাধান করাই হবে আমার মূল দায়িত্ব। তিনি আরও বলেন, ভোটের আগে অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু নির্বাচনের পর আর মানুষের পাশে থাকে না। আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণ যেভাবে আমাকে পাশে পেয়েছে, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকতে চাই। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিল। এ সময় নেতাকর্মীরা খন্দকার আবু আশফাকের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। দিনব্যাপী নির্বাচনী গণসং

কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই : আবু আশফাক

ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, আমি কথার রাজনীতি নয়, কাজের রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেই জনগণের আস্থা ও প্রত্যাশার প্রমাণ দিতে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ও মাহমুদপুর এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনী পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

খন্দকার আবু আশফাক বলেন, দীর্ঘদিন ধরে দোহার-নবাবগঞ্জের মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দিকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। জনগণের সমস্যা শুনে সমাধান করাই হবে আমার মূল দায়িত্ব।

তিনি আরও বলেন, ভোটের আগে অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু নির্বাচনের পর আর মানুষের পাশে থাকে না। আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণ যেভাবে আমাকে পাশে পেয়েছে, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকতে চাই।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিল। এ সময় নেতাকর্মীরা খন্দকার আবু আশফাকের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow