কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি। বৃহস্পতিবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে তারা৷ স্ট্যামফোর্ড ব্রিজে এই জয়ে ব্লুরা ৩-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে।
এঞ্জো মারেসকা দলে বড় ধরনের পরিবর্তন আনার পর কোপেনহেগেনের রক্ষণকে সেভাবে হুমকি দিতে পারেনি। প্রথমার্ধে তারা লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি। বিপরীতে কোপেনহেগেন চারটি শট নেয় গোলে।
হাফটাইমের বাঁশি বাজতেই প্রথম ৪৫... বিস্তারিত