কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম?

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও আসছেন বাংলাদেশে। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কনসার্ট ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে। আয়োজকদের তথ্যমতে, কনসার্টটি ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায় হবে। সহজ যাতায়াত নিশ্চিত করেই ভেন্যু প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘আতিফ আসলাম কনসার্টে আসছেন না এবং ভেন্যু চূড়ান্ত হয়নি’ এমন গুজব। এতে বিভ্রান্তিতে পড়েন ভক্তরা। তবে আয়োজকদের দাবি, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। প্রয়োজনীয় সব অনুমোদন ও প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিভ্রান্তির মাঝে নিজেও পাশে দাঁড়ান আতিফ আসলাম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে তিনি নিশ্চিত করেন— শুধু এই কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক.-এর মুখপাত্র রিসালাত জানান, ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করা হচ্ছে। তিনি গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। তিনি আরও জানান, টিকিট বিক্রি চলছে

কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম?

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও আসছেন বাংলাদেশে। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কনসার্ট ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে।

আয়োজকদের তথ্যমতে, কনসার্টটি ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায় হবে। সহজ যাতায়াত নিশ্চিত করেই ভেন্যু প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘আতিফ আসলাম কনসার্টে আসছেন না এবং ভেন্যু চূড়ান্ত হয়নি’ এমন গুজব। এতে বিভ্রান্তিতে পড়েন ভক্তরা। তবে আয়োজকদের দাবি, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। প্রয়োজনীয় সব অনুমোদন ও প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বিভ্রান্তির মাঝে নিজেও পাশে দাঁড়ান আতিফ আসলাম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে তিনি নিশ্চিত করেন— শুধু এই কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক.-এর মুখপাত্র রিসালাত জানান, ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করা হচ্ছে। তিনি গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

তিনি আরও জানান, টিকিট বিক্রি চলছে শুধু Chologhuri.com-এ। অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে না। প্রতিটি টিকিট QR কোড দিয়ে যাচাই করা হবে।

শুধু আতিফ আসলামই নন, কনসার্টে পারফর্ম করবেন নগর বাউল জেমস। টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB–এর মাধ্যমে ‘জুলাই বিপ্লবের ফাইটার’ ও তাদের পরিবারের সহায়তায়।

সবশেষে আয়োজকেরা জানান, দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow