কলম্বিয়ার প্রেসিডেন্টকে সরাসরি হুমকি ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন দক্ষিণ আমেরিকার এই বামপন্থি নেতা। বুধবার হোয়াইট হাউসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন— সাম্প্রতিক সময়ে তিনি কি পেত্রোর সঙ্গে কোনো আলোচনায় যুক্ত হয়েছেন? প্রশ্নের পরই ট্রাম্প স্পষ্টতই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পেত্রো যুক্তরাষ্ট্রের প্রতি শুরু থেকেই শত্রুতাপূর্ণ আচরণ করে আসছেন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি যদি নিজের ভালো না বোঝেন, তাহলে বড় সমস্যায় পড়বেন। ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া বিপুল পরিমাণ মাদক উৎপাদন করছে এবং সেখানকার কোকেন যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। এ অবস্থায় পেত্রোর উচিত দায়িত্বশীল আচরণ করা, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, এরপর তার পালা… আশা করি তিনি আমার কথা শুনছেন। এই মন্তব্য আসে এমন সময়, যখন ট্রাম্প নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ক্যারিবীয় সা

কলম্বিয়ার প্রেসিডেন্টকে সরাসরি হুমকি ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন দক্ষিণ আমেরিকার এই বামপন্থি নেতা।

বুধবার হোয়াইট হাউসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন— সাম্প্রতিক সময়ে তিনি কি পেত্রোর সঙ্গে কোনো আলোচনায় যুক্ত হয়েছেন? প্রশ্নের পরই ট্রাম্প স্পষ্টতই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, পেত্রো যুক্তরাষ্ট্রের প্রতি শুরু থেকেই শত্রুতাপূর্ণ আচরণ করে আসছেন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি যদি নিজের ভালো না বোঝেন, তাহলে বড় সমস্যায় পড়বেন।

ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া বিপুল পরিমাণ মাদক উৎপাদন করছে এবং সেখানকার কোকেন যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। এ অবস্থায় পেত্রোর উচিত দায়িত্বশীল আচরণ করা, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, এরপর তার পালা… আশা করি তিনি আমার কথা শুনছেন।

এই মন্তব্য আসে এমন সময়, যখন ট্রাম্প নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ক্যারিবীয় সাগরে এক তেল ট্যাঙ্কার দখল অভিযানের কথা বলছিলেন।

কলম্বিয়ার প্রথম বামঘেঁষা প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনপূর্ণ। তার বিরুদ্ধে ট্রাম্পের এই সরাসরি হুমকির ভাষা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। কলম্বিয়া দীর্ঘদিন ধরে ‘গ্লোবাল ওয়ার অন ড্রাগস’-এ যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার। ট্রাম্পের বক্তব্যে তাতেও প্রভাব পড়তে পারে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow