কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগাজী ফুলতলীর ডিগবাজি মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তার আগমন উপলক্ষে কুমিল্লার সুয়াগাজী ফুলতলীর ডিগবাজি মাঠে জনসমাবেশের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি। সন্ধ্যার আগেই জনসমাবেশের মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে উঠেছে। সন্ধ্যা ৭টায় তারেক রহমান কুমিল্লা সুয়াগাজীর জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
কুমিল্লা দক্ষিণ উপজেলার বাসিন্দা আতিকুর রহমান বলেন, আমি বিকেল ৪টার দিকে সুয়াগাজী সমাবেশে যোগদান করেছি। ২০০৫ সালে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন নেতাদের তৃণমূল সম্মেলনে যোগদান করেছিলাম। তারেক রহমান ওই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। তার ২১ বছর পর তিনি আজ রোববার কুমিল্লায় জনসমাবেশে আসছেন। নেতাকে একনজর দেখাই আমার আকাঙ্ক্ষা।
কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন বলেন, আমি শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়াকে দেখেছি, সাহচর্য পেয়েছি। এখন আমাদের নেতা তারেক রহমান। আজ তাকে সামনাসামনি দেখব। প্রয়োজনে গভীররাত পর্যন্ত অপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগাজী ফুলতলীর ডিগবাজি মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তার আগমন উপলক্ষে কুমিল্লার সুয়াগাজী ফুলতলীর ডিগবাজি মাঠে জনসমাবেশের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি। সন্ধ্যার আগেই জনসমাবেশের মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে উঠেছে। সন্ধ্যা ৭টায় তারেক রহমান কুমিল্লা সুয়াগাজীর জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
কুমিল্লা দক্ষিণ উপজেলার বাসিন্দা আতিকুর রহমান বলেন, আমি বিকেল ৪টার দিকে সুয়াগাজী সমাবেশে যোগদান করেছি। ২০০৫ সালে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন নেতাদের তৃণমূল সম্মেলনে যোগদান করেছিলাম। তারেক রহমান ওই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। তার ২১ বছর পর তিনি আজ রোববার কুমিল্লায় জনসমাবেশে আসছেন। নেতাকে একনজর দেখাই আমার আকাঙ্ক্ষা।
কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন বলেন, আমি শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়াকে দেখেছি, সাহচর্য পেয়েছি। এখন আমাদের নেতা তারেক রহমান। আজ তাকে সামনাসামনি দেখব। প্রয়োজনে গভীররাত পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত আছি।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, রোববার দুপুরে চট্টগ্রাম থেকে ফেনী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি কুমিল্লার সবচেয়ে বড় জনসভা হিসেবে পরিচিত সুয়াগাজীর ডিগবাজি মাঠে বক্তব্য দেবেন। সেখানে জনসভা শেষে দাউদকান্দিতে আরেকটি জনসভায় বক্তব্য দিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবেন বিএনপির চেয়ারম্যান।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য কুমিল্লার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন- সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা-৬ সদর মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ চান্দিনা রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) হাজি জসিম উদ্দিন, সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ বরুড়া জাকারিয়া তাহের সুমন প্রমুখ।