কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃতু্্যকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আমাদের সময়ের বীর হাদিকে ঘিরে আলোচনা কোন শক্তি কোন দিকে ঘোরাতে চায়, সেটা সচেতনভাবে মাথায় রাখতে হবে।” তিনি ইঙ্গিত দেন, হাদির মৃত্যু পরবর্তী আবেগকে ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি জটিল করে তুলতে চাইছে। এ ধরনের চেষ্টার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমা

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃতু্্যকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আমাদের সময়ের বীর হাদিকে ঘিরে আলোচনা কোন শক্তি কোন দিকে ঘোরাতে চায়, সেটা সচেতনভাবে মাথায় রাখতে হবে।”

তিনি ইঙ্গিত দেন, হাদির মৃত্যু পরবর্তী আবেগকে ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি জটিল করে তুলতে চাইছে। এ ধরনের চেষ্টার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানালেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow