কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া কারাগারে মারা গেছেন।  বুধবার (২৭ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা কারাগারে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  নিহত সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানান, বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর পুলিশ সুলতান মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। বুধবার রাতেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন।  

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া কারাগারে মারা গেছেন। 

বুধবার (২৭ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা কারাগারে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

নিহত সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানান, বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর পুলিশ সুলতান মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। বুধবার রাতেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow