কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

ঘুষ গ্রহণের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলজিইডি কার্যালয়ে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার (১৯ নভেম্বর) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের উপপরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী জানান, অভিযুক্ত প্রকৌশলীকে মুখোমুখি করে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তার লিখিত বক্তব্যও নেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনের ভিত্তিতে তারা অভিযানে নেমেছেন বলে জানান দুদকের এ কর্মকর্তা। গত ৩০ অক্টোবর দৈনিক কালবেলায় এ-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেটি দুদকের নজরে আসার পর হঠাৎ এ ব্যবস্থা নিয়েছে তারা। দুদক জানিয়েছে, ঘুষ গ্রহণের বিষয়ে এলজিইডি উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দুদক কর্মকর্তা ফেরদৌস রায়হান বলেন, ভিডিওতে যেভাবে ঠিকাদারের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি উ

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী
ঘুষ গ্রহণের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলজিইডি কার্যালয়ে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার (১৯ নভেম্বর) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের উপপরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী জানান, অভিযুক্ত প্রকৌশলীকে মুখোমুখি করে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তার লিখিত বক্তব্যও নেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনের ভিত্তিতে তারা অভিযানে নেমেছেন বলে জানান দুদকের এ কর্মকর্তা। গত ৩০ অক্টোবর দৈনিক কালবেলায় এ-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেটি দুদকের নজরে আসার পর হঠাৎ এ ব্যবস্থা নিয়েছে তারা। দুদক জানিয়েছে, ঘুষ গ্রহণের বিষয়ে এলজিইডি উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দুদক কর্মকর্তা ফেরদৌস রায়হান বলেন, ভিডিওতে যেভাবে ঠিকাদারের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি উঠে এসেছে, সেই ঠিকাদারের সঙ্গেও আমরা কথা বলব। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, সংশ্লিষ্ট দপ্তরে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, ঘুষ গ্রহণের ভিডিওটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমি শরিফুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের কোর্ট ইন্সপেক্টর হোসেন আলী, এএসআই মাসুদ রানা ও স্থানীয় সাংবাদিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow