কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আগামী ২০২৬ সালের গণভোট উপলক্ষ্যে পেশাজীবী ও সর্বসাধারণের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বালীগাও উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। তিনি গণভোটের গুরুত্ব ও এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “গণভোট হলো জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিফলন। এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমতের বৈধতা নিশ্চিত করে।” তিনি স্বাধীনতার পরবর্তী সময়ের গণভোটগুলোর উদাহরণ দিয়ে উপস্থিত সাধারণ মানুষকে এই প্রক্রিয়ার বিষয়ে সম্যক ধারণা দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আগামী ২০২৬ সালের গণভোট উপলক্ষ্যে পেশাজীবী ও সর্বসাধারণের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বালীগাও উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। তিনি গণভোটের গুরুত্ব ও এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “গণভোট হলো জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিফলন। এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমতের বৈধতা নিশ্চিত করে।” তিনি স্বাধীনতার পরবর্তী সময়ের গণভোটগুলোর উদাহরণ দিয়ে উপস্থিত সাধারণ মানুষকে এই প্রক্রিয়ার বিষয়ে সম্যক ধারণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, “একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন এবং গণভোট আয়োজনে আমরা বদ্ধপরিকর। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামত সরাসরি প্রতিফলিত হওয়ার অন্যতম মাধ্যম হলো গণভোট। আমরা চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সজাগ থাকবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

সভায় গণভোটের বিভিন্ন দিক নিয়ে একটি তথ্যচিত্র বা ভিডিও প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ সময় উপস্থিত সাধারণ জনগণ ও পেশাজীবীরা নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুললে জেলা প্রশাসক ধৈর্য সহকারে সেগুলোর উত্তর দেন এবং সংশয় নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow