কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁচাই ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান সঞ্চালনা করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দীনের বড় ছেলে কাজী সাজিদুর রহমান সাজু। প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজিদুর রহমান বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। ভোটারদের কাছে ধানের শীষের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে হবে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ওয়ার্ডে কার্যকর টিম গঠন এবং ঘরে ঘরে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁচাই ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান সঞ্চালনা করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দীনের বড় ছেলে কাজী সাজিদুর রহমান সাজু।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজিদুর রহমান বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। ভোটারদের কাছে ধানের শীষের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে হবে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ওয়ার্ডে কার্যকর টিম গঠন এবং ঘরে ঘরে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব ও সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার।

এ ছাড়া বক্তব্য দেন ইদ্রিস আলী সরদার, শেখ আব্দুস সালাম, আব্দুল জলিল, মারুফ মুনন দোলন, আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, সহসভাপতি আব্দুস সালাম সরদার ও মশিউর রহমান রাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow