কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডা. মিশুক ভট্টাচার্য (৩৮) নামে এক চিকিৎসক। সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তার স্কুটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিশুক ভট্টাচার্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মৃত মিন্টু ভট্টাচার্যের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. মিশুক সোমবার সন্ধ্যায় তার কর্মস্থল পলাশ থেকে স্কুটি চালিয়ে ঢাকায় নিজের বাসায় ফিরছিলেন। পথে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডা. মিশুক ভট্টাচার্য (৩৮) নামে এক চিকিৎসক। সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তার স্কুটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মিশুক ভট্টাচার্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মৃত মিন্টু ভট্টাচার্যের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. মিশুক সোমবার সন্ধ্যায় তার কর্মস্থল পলাশ থেকে স্কুটি চালিয়ে ঢাকায় নিজের বাসায় ফিরছিলেন। পথে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ ভ্যান ও দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow