কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে এক দুর্ঘটনায় ১০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দোদা জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।  জানা গেছে, অভিযানে যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে দুর্ঘটনায় পড়ে। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেনারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ সেনাসদস্য। তাদের অবস্থাও গুরুতর।  দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে এক দুর্ঘটনায় ১০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দোদা জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

জানা গেছে, অভিযানে যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে দুর্ঘটনায় পড়ে। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেনারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ সেনাসদস্য। তাদের অবস্থাও গুরুতর। 

দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow