কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খানের গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন- কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান বলেন, বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা হতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে স্বীকার করেছে। তিনি আরও বলেন, এক ব্যক্তির নির্দেশক্রমে তারা কাস্টমস কর্মকর্তার ওপর হামলা করে। হামলার সময় ওই ব্যক্তির ব্যক্তিগত মোটরসাইকেলটি ব্যবহার করা হয় এবং কাস্টমস কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে। উপপরিদর্শক মো. ইমরান বলেন, ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুসারে তারা তিনজন মোটরসাইকেলে কাস্টমস কর্মকর্তার গাড়িটিকে সামনে থেকে গতিরোধ করলে আসামি মো. সুজন হা

কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খানের গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান বলেন, বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা হতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এক ব্যক্তির নির্দেশক্রমে তারা কাস্টমস কর্মকর্তার ওপর হামলা করে। হামলার সময় ওই ব্যক্তির ব্যক্তিগত মোটরসাইকেলটি ব্যবহার করা হয় এবং কাস্টমস কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

উপপরিদর্শক মো. ইমরান বলেন, ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুসারে তারা তিনজন মোটরসাইকেলে কাস্টমস কর্মকর্তার গাড়িটিকে সামনে থেকে গতিরোধ করলে আসামি মো. সুজন হাতে থাকা চাপাতি দিয়ে গাড়ির সামনের গ্লাসে কোপ মেরে ভেঙে ফেলে। তখন তাদের দলে থাকা অন্য একজন জোরে জোরে বলতে থাকে ‘গুলি কর, গুলি কর’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow