কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. বজলুর রহমান (৬০), তিনি মন্ডলভোগ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে সেচের জন্য শ্যালো মেশিনে তেল কিনতে বজলুর রহমান তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বজলুর রহমান ছেলের মোবাইল ফোন নিয়ে নিলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় জুবায়ের ধারাল অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. বজলুর রহমান (৬০), তিনি মন্ডলভোগ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে সেচের জন্য শ্যালো মেশিনে তেল কিনতে বজলুর রহমান তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বজলুর রহমান ছেলের মোবাইল ফোন নিয়ে নিলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় জুবায়ের ধারাল অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?