কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে। সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিদগ্ধরা হলেন: মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০) মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে অবস্থিত একটি পেট্রোল পাম্পে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাম্পসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পেট্রোল পাম্পের মালিক মোহাম্মদ রাজিবসহ তিনজন কর্মচারী। তাদের সবার বাড়ি বাজিতপুর সরারচর এলাকায়। খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসসহ মোট ৬ টি ফায়ার সার্ভিসের উইনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসা

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে। সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধরা হলেন: মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০) মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে অবস্থিত একটি পেট্রোল পাম্পে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাম্পসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পেট্রোল পাম্পের মালিক মোহাম্মদ রাজিবসহ তিনজন কর্মচারী। তাদের সবার বাড়ি বাজিতপুর সরারচর এলাকায়।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসসহ মোট ৬ টি ফায়ার সার্ভিসের উইনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow