কিশোরগঞ্জে যৌথ অভিযানে ২ ভিসা প্রতারক গ্ৰেফতার

যৌথ বাহিনী ভিসা প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্ৰেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্ৰাম থেকে এ ২ ভিসা প্রতারককে গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতার ভিসা প্রতারকরা হল, উত্তর দুরাকুটি গ্ৰামের শামসুল হকের ছেলে মোহাম্মদ রোকনুজ্জামান রোকন ও একই গ্ৰামের ফয়জুল ইসলামের ছেলে মোঃ ফেতের। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গ্ৰেফতারকৃত ২ জনেই ভিসা প্রতারক চক্রের সম্রাট। এরা দেশের বিভিন্ন এলাকার নিরিহ লোকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে ভূয়া ভিসা দিয়ে অর্থ হাতিয়ে নেয়। বৃহস্পতিবার দিবাগত ভোরে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাদেরকে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্ৰাম থেকে গ্ৰেফতার করে। এসময় ভিসা প্রতারণা কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ ও ৪ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্ৰেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথ অভিযানটির বিষয়ে নিশ্চিত করেন কিশোরগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্প। অভিযানটি মেজর নাঈম, ক্যাপ্টেন হা

কিশোরগঞ্জে যৌথ অভিযানে ২ ভিসা প্রতারক গ্ৰেফতার

যৌথ বাহিনী ভিসা প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্ৰেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্ৰাম থেকে এ ২ ভিসা প্রতারককে গ্ৰেফতার করা হয়।

গ্ৰেফতার ভিসা প্রতারকরা হল, উত্তর দুরাকুটি গ্ৰামের শামসুল হকের ছেলে মোহাম্মদ রোকনুজ্জামান রোকন ও একই গ্ৰামের ফয়জুল ইসলামের ছেলে মোঃ ফেতের। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গ্ৰেফতারকৃত ২ জনেই ভিসা প্রতারক চক্রের সম্রাট। এরা দেশের বিভিন্ন এলাকার নিরিহ লোকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে ভূয়া ভিসা দিয়ে অর্থ হাতিয়ে নেয়।

বৃহস্পতিবার দিবাগত ভোরে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাদেরকে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্ৰাম থেকে গ্ৰেফতার করে। এসময় ভিসা প্রতারণা কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ ও ৪ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্ৰেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

যৌথ অভিযানটির বিষয়ে নিশ্চিত করেন কিশোরগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্প। অভিযানটি মেজর নাঈম, ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল নেতৃত্ব দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow