কী বার্তা দিচ্ছে মুশফিক-তাসকিনের দ্বন্দ্ব?

এ কী কাণ্ড? মুশফিকুর রহিমের প্রতি যেন চরম ক্ষুব্ধ তাসকিন আহমেদ। সব দোষ যেন এক মুশফিকুর রহিমেরই। তাই রাজ্যের ক্ষোভ ঝাড়লেন তাসকিন! শুধু তাই নয়? রাগে-ক্ষোভে মুশফিকুর রহিমকে কোনো রকমের পাত্তা না দিয়েই চলে গেলেন তাসকিন আহমেদ! মুশফিকুর রহিম যেন কিছুটা হতবিহব্বল! পকেট থেকে সেলফোন বের করে কার সঙ্গে যেন কথা বলার চেষ্টা করলেন। অন্যদিকে তাসকিন আহমেদ এসবে কোনো রকমের তোয়াক্কা না করেই নিজের মতো করে চলে গেলেন চড়া মেজাজ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছোট্ট ভিডিও ক্লিপ রীতিমতো ভাইরাল। তবে এ বিষয়ে সঠিক কোনো উত্তর মিলছে না। যে কারণে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বাড়ছে। কেউ কেউ আবার দাবি করছে চলমান বিপিএলের পর নাকি জট খুলতে পারে। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা দুই তারকা মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। চলমান বিপিএলেও পারফর্ম করছেন তারা। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মুশফিক খেলছেন রাজশাহীর জার্সিতে। ব্যাট হাতে ছন্দেও রয়েছেন তিনি। সর্বশেষ দুই ম্যাচে সিলেট এবং চট্টগ্রামের বিপক্ষে যথাক্রমে ৪০ এবং অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন দেশসেরা এই উইকেটরক্ষক। অন্যদিকে, তাসকিন আহমেদ খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। বল

কী বার্তা দিচ্ছে মুশফিক-তাসকিনের দ্বন্দ্ব?
এ কী কাণ্ড? মুশফিকুর রহিমের প্রতি যেন চরম ক্ষুব্ধ তাসকিন আহমেদ। সব দোষ যেন এক মুশফিকুর রহিমেরই। তাই রাজ্যের ক্ষোভ ঝাড়লেন তাসকিন! শুধু তাই নয়? রাগে-ক্ষোভে মুশফিকুর রহিমকে কোনো রকমের পাত্তা না দিয়েই চলে গেলেন তাসকিন আহমেদ! মুশফিকুর রহিম যেন কিছুটা হতবিহব্বল! পকেট থেকে সেলফোন বের করে কার সঙ্গে যেন কথা বলার চেষ্টা করলেন। অন্যদিকে তাসকিন আহমেদ এসবে কোনো রকমের তোয়াক্কা না করেই নিজের মতো করে চলে গেলেন চড়া মেজাজ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছোট্ট ভিডিও ক্লিপ রীতিমতো ভাইরাল। তবে এ বিষয়ে সঠিক কোনো উত্তর মিলছে না। যে কারণে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বাড়ছে। কেউ কেউ আবার দাবি করছে চলমান বিপিএলের পর নাকি জট খুলতে পারে। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা দুই তারকা মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। চলমান বিপিএলেও পারফর্ম করছেন তারা। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মুশফিক খেলছেন রাজশাহীর জার্সিতে। ব্যাট হাতে ছন্দেও রয়েছেন তিনি। সর্বশেষ দুই ম্যাচে সিলেট এবং চট্টগ্রামের বিপক্ষে যথাক্রমে ৪০ এবং অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন দেশসেরা এই উইকেটরক্ষক। অন্যদিকে, তাসকিন আহমেদ খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। বল হাতে তেমন ছন্দে নেই তাসকিন। সর্বশেষ পাঁচ ম্যাচে তার উইকেট মাত্র ৩টি। ইতোমধ্যে তার দল ঢাকা ক্যাপিটালসও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow