কুমার নদে ভাসছিল যুবদল নেতার মরদেহ

ফরিদপুরের কুমার নদ থেকে ফিরোজ শেখ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন। তিনি শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের ছেলে। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের কুমার নদ থেকে ফিরোজ শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।  তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ওসি বলেন, সোমবার রাত থেকে ফিরোজ শেখের মোবাইল নম্বরটি বন্ধ ছিল বলে তার পরিবার জানিয

কুমার নদে ভাসছিল যুবদল নেতার মরদেহ

ফরিদপুরের কুমার নদ থেকে ফিরোজ শেখ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন। তিনি শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের ছেলে।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের কুমার নদ থেকে ফিরোজ শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। 

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ওসি বলেন, সোমবার রাত থেকে ফিরোজ শেখের মোবাইল নম্বরটি বন্ধ ছিল বলে তার পরিবার জানিয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা ডায়েরি করা ছিল না। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow