কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী
কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া প্রতীক পাননি। বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তার দপ্তরের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীরা উপস্থিত থেকে প্রতীকসংক্রান্ত ফরম সংগ্রহ করেন। এদিকে আজ (বুধবার) দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করে দেন। অন্যদিকে আবদুল গফুর ভূঁইয়ার বিষয়ে শুনানি শেষ হলেও হাইকোর্ট আদেশ দেবেন আগামীকাল বৃহস্পতিবার। রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ব্যালট পেপারে যেভাবে প্রতীক থাকবে, প্রার্থীদের ব্যানারসহ সব ধরনের প্রচারণায় সেভাবেই তা ব্যবহার করতে হবে এবং ভোটারদের সামনে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচার আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে। নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচারণা চালাতে হবে। এর আগে, বুধবার সকাল
কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া প্রতীক পাননি।
বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তার দপ্তরের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীরা উপস্থিত থেকে প্রতীকসংক্রান্ত ফরম সংগ্রহ করেন।
এদিকে আজ (বুধবার) দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করে দেন। অন্যদিকে আবদুল গফুর ভূঁইয়ার বিষয়ে শুনানি শেষ হলেও হাইকোর্ট আদেশ দেবেন আগামীকাল বৃহস্পতিবার।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ব্যালট পেপারে যেভাবে প্রতীক থাকবে, প্রার্থীদের ব্যানারসহ সব ধরনের প্রচারণায় সেভাবেই তা ব্যবহার করতে হবে এবং ভোটারদের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচার আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে। নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচারণা চালাতে হবে।
এর আগে, বুধবার সকাল ১০টার আগ থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের অনুসারীরা উপস্থিত হন। একে একে আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পছন্দের ও দলের প্রতীক পেয়ে প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
What's Your Reaction?