কেটি পেরির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ২ ধর্ষণের অভিযোগ

মার্কিন পপতারকা কেটি পেরির সাবেক স্বামী এবং জনপ্রিয় ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের আইনি জটিলতা আরও গভীর হলো। তার বিরুদ্ধে আবারও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের মহানগর পুলিশ নিশ্চিত করেছে যে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পাহাড় পুলিশ জানায়, নতুন করে আরও দুই নারী এই অভিযোগ দায়ের করেছেন। এর ফলে এখন পর্যন্ত মোট ছয়জন নারীর অভিযোগে অভিযুক্ত হলেন ৫০ বছর বয়সী এই তারকা। এর আগে চলতি বছরের এপ্রিলে চার নারীর করা অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ডের বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল একটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাবিরোধী আচরণের অভিযোগ। অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত। পুলিশের বিবৃতি ও আদালতের সমন লন্ডনের মহানগর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত নতুন তথ্য ও প্রমাণ যাচাই করেই এই অতিরিক্ত অভিযোগ যুক্ত করা হয়েছে। মামলার পরিধি এখন আরও বিস্তৃত হয়েছে। রাসেল ব্র্যান্ডকে আগামী ২০ জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে সমন জারি করা

কেটি পেরির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ২ ধর্ষণের অভিযোগ

মার্কিন পপতারকা কেটি পেরির সাবেক স্বামী এবং জনপ্রিয় ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের আইনি জটিলতা আরও গভীর হলো। তার বিরুদ্ধে আবারও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের মহানগর পুলিশ নিশ্চিত করেছে যে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের পাহাড় পুলিশ জানায়, নতুন করে আরও দুই নারী এই অভিযোগ দায়ের করেছেন। এর ফলে এখন পর্যন্ত মোট ছয়জন নারীর অভিযোগে অভিযুক্ত হলেন ৫০ বছর বয়সী এই তারকা।

এর আগে চলতি বছরের এপ্রিলে চার নারীর করা অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ডের বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল একটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাবিরোধী আচরণের অভিযোগ। অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত।

পুলিশের বিবৃতি ও আদালতের সমন লন্ডনের মহানগর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত নতুন তথ্য ও প্রমাণ যাচাই করেই এই অতিরিক্ত অভিযোগ যুক্ত করা হয়েছে। মামলার পরিধি এখন আরও বিস্তৃত হয়েছে। রাসেল ব্র্যান্ডকে আগামী ২০ জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

ব্র্যান্ডের অবস্থান ও বিচারের তারিখ গত মে মাসে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন রাসেল ব্র্যান্ড। তার দাবি, তার সব সম্পর্কই ছিল পারস্পরিক সম্মতিতে। এদিকে, এর আগে দায়ের হওয়া পাঁচটি অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৬ জুন, সাউথওয়ার্ক ক্রাউন আদালতে।

বহু বছর ধরে কমেডি ও অভিনয়ের জগতে পরিচিত মুখ রাসেল ব্র্যান্ড। তবে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে তার ক্যারিয়ার ও ভাবমূর্তি এখন বড়সড় হুমকির মুখে।

সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow