কেমন প্রেমিকের অপেক্ষায় অনন্যা?

দীর্ঘ দুই বছরের সম্পর্কের ইতি টেনে আদিত্য রয় কপুরের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ নীরব ছিলেন বলিউডের তরুণী তারকা অনন্যা পান্ডে। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন—ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অনন্যা, যদিও প্রকাশ্যে তা স্বীকার করেননি তিনি। এমনই জল্পনার মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের প্রেমিক কেমন হওয়া উচিত, সে কথা খোলাখুলি জানালেন এই সুন্দরী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অনন্যা জানান, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ৯০-এর দশকে যেমন প্রেম হত, তেমন প্রেমেই বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের মতো দ্রুত প্রেমে পড়া ও প্রেম ভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান।  অভিনেত্রী বলেন, ‘আমি পরিবার ভালোবাসি। আমি চাই, আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভালো লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই।‘ এর আগেও একাধিক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখে জল আসে তার। তাই এমন

কেমন প্রেমিকের অপেক্ষায় অনন্যা?
দীর্ঘ দুই বছরের সম্পর্কের ইতি টেনে আদিত্য রয় কপুরের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ নীরব ছিলেন বলিউডের তরুণী তারকা অনন্যা পান্ডে। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন—ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অনন্যা, যদিও প্রকাশ্যে তা স্বীকার করেননি তিনি। এমনই জল্পনার মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের প্রেমিক কেমন হওয়া উচিত, সে কথা খোলাখুলি জানালেন এই সুন্দরী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অনন্যা জানান, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ৯০-এর দশকে যেমন প্রেম হত, তেমন প্রেমেই বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের মতো দ্রুত প্রেমে পড়া ও প্রেম ভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান।  অভিনেত্রী বলেন, ‘আমি পরিবার ভালোবাসি। আমি চাই, আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভালো লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই।‘ এর আগেও একাধিক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখে জল আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, শর্ত অনন্যার।  অভিনেত্রীর কথায়, ‘আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।‘ প্রসঙ্গত, চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অনন্যা অভিনীত সিনেমা ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। যেখানে তাকে দেখে যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করেছেন সমীর বিদ্বান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow