কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
বিএনপির সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের সাতবাড়িয়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা শাখার সভাপতি ও যশোর-৬ আসনের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আাজাদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বেগম জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের গণতন্ত্রকামী সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এতে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেযারম্যান গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু
বিএনপির সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের সাতবাড়িয়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা শাখার সভাপতি ও যশোর-৬ আসনের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আাজাদ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বেগম জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের গণতন্ত্রকামী সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এতে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেযারম্যান গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ ইউনিয়ন এবং ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
What's Your Reaction?