কোটিপতি থেকে হাজার কোটির মালকিন জুহি চাওলা

নব্বইয়ের দশকে রুপালি পর্দায় হাসি আর সাবলীল অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। সময়ের সঙ্গে পর্দা থেকে খানিকটা দূরে সরে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই হারিয়ে যাননি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী  জুহি চাওলা। কারণ, আজ তিনি শুধু সাবেক বলিউড তারকা নন, ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীর মুকুটও এখন তার মাথায়। নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা না গেলেও পর্দার বাইরে তার সাফল্য যেন রূপকথাকেও হার মানিয়েছে। অভিনয় নয়, বিনিয়োগ ও ব্যবসায়িক দূরদর্শিতাই তাকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায়। জুহি চাওলা ও শাহরুখ খান বলিউডে অন্যতম জনপ্রিয় জুটি। ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। এই জুটির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য হিসেবে ছিলেন পরিচালক আজিজ মিরজা, যাদের হাত ধরেই উপহার পেয়েছে একের পর এক সুপারহিট ছবি। তবে এই বন্ধুত্ব ও পার্টনারশিপ থেমে থাকেনি শুধু সিনেমায়। আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী শিল্পপতি জয় মেহতা ও শাহরুখ খান যৌথভাবে ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কিনে নেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি। সেই বিনিয়োগই আজ রূপ নিয়েছে ইতিহাসের

কোটিপতি থেকে হাজার কোটির মালকিন জুহি চাওলা
নব্বইয়ের দশকে রুপালি পর্দায় হাসি আর সাবলীল অভিনয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। সময়ের সঙ্গে পর্দা থেকে খানিকটা দূরে সরে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই হারিয়ে যাননি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী  জুহি চাওলা। কারণ, আজ তিনি শুধু সাবেক বলিউড তারকা নন, ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীর মুকুটও এখন তার মাথায়। নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা না গেলেও পর্দার বাইরে তার সাফল্য যেন রূপকথাকেও হার মানিয়েছে। অভিনয় নয়, বিনিয়োগ ও ব্যবসায়িক দূরদর্শিতাই তাকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায়। জুহি চাওলা ও শাহরুখ খান বলিউডে অন্যতম জনপ্রিয় জুটি। ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। এই জুটির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য হিসেবে ছিলেন পরিচালক আজিজ মিরজা, যাদের হাত ধরেই উপহার পেয়েছে একের পর এক সুপারহিট ছবি। তবে এই বন্ধুত্ব ও পার্টনারশিপ থেমে থাকেনি শুধু সিনেমায়। আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী শিল্পপতি জয় মেহতা ও শাহরুখ খান যৌথভাবে ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কিনে নেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি। সেই বিনিয়োগই আজ রূপ নিয়েছে ইতিহাসের অন্যতম লাভজনক স্পোর্টস ব্র্যান্ডে। বর্তমানে কেকেআরের বাজারমূল্য ৯ হাজার কোটি রুপিরও বেশি। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জয়ের পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালুতে আসে বড় লাফ। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো আইপিএল লিগের বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ লাখ কোটি রুপি। এর মধ্যে শুধু কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি। সম্পদের অঙ্কেও জুহি চাওলার উত্থান চোখে পড়ার মতো। গত বছর তার মোট সম্পদ অনুমান করা হয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। মাত্র এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে—অর্থাৎ এক বছরে সম্পদ বেড়েছে প্রায় ৩ হাজার ১৯০ কোটি রুপি। এই অভাবনীয় সাফল্যের সুবাদে ভারতের শীর্ষ ১০ জন স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা। নব্বইয়ের দশকের পর্দার তারকা থেকে আজকের কর্পোরেট সাফল্যের প্রতীক—জুহি চাওলার এই যাত্রা যেন প্রমাণ করে, সত্যিকারের নায়িকারা শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তব জীবনেও ইতিহাস গড়তে জানেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow