কোন মাসে বিয়ে করা সুন্নত?

প্রশ্ন: কোন মাসে বিয়ে করা সুন্নত? উত্তর: ইসলামে বিশেষভাবে কোনো মাসে বিয়ে করাকে উত্তম বা সুন্নত বলা হয়নি। শরিয়তের বিধি-বিধান অনুসরণ করে বিয়ে করা যে কোনো মাসেই উত্তম ও সুন্নত। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন অবশ্যই বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টি অবনত করে ও লজ্জাস্থানের অধিক হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। রোজা তার জন্য ঢালস্বরূপ (অর্থাৎ রোজা তার যৌনচাহিদা দমন করে রাখবে)। (সহিহ বুখারি: ৫০৬৬, সহিহ মুসলিম ১৪০০) আনাস (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মানুষ যখন বিয়ে করে তখন সে তার ইমানের অর্ধেক পূর্ণ করে, অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহভীতি অর্জন করে। (শুআবুল ইমান: ৫১০০) নবীজি (সা.) তার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে (রা.) শাওয়াল মাসে বিয়ে করেছিলেন দেখে অনেকে শাওয়াল মাসে বিয়ে করাকে উত্তম বা সুন্নত বলেন। কিন্তু শাওয়াল মাসে বিয়ের বিশেষ কোনো ফজিলত বা গুরুত্ব নবীজির (সা.) থেকে বর্ণিত হয়নি। নবীজি (সা.) শাওয়াল মাসে

কোন মাসে বিয়ে করা সুন্নত?

প্রশ্ন: কোন মাসে বিয়ে করা সুন্নত?

উত্তর: ইসলামে বিশেষভাবে কোনো মাসে বিয়ে করাকে উত্তম বা সুন্নত বলা হয়নি। শরিয়তের বিধি-বিধান অনুসরণ করে বিয়ে করা যে কোনো মাসেই উত্তম ও সুন্নত।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন অবশ্যই বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টি অবনত করে ও লজ্জাস্থানের অধিক হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। রোজা তার জন্য ঢালস্বরূপ (অর্থাৎ রোজা তার যৌনচাহিদা দমন করে রাখবে)। (সহিহ বুখারি: ৫০৬৬, সহিহ মুসলিম ১৪০০)

আনাস (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মানুষ যখন বিয়ে করে তখন সে তার ইমানের অর্ধেক পূর্ণ করে, অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহভীতি অর্জন করে। (শুআবুল ইমান: ৫১০০)

নবীজি (সা.) তার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে (রা.) শাওয়াল মাসে বিয়ে করেছিলেন দেখে অনেকে শাওয়াল মাসে বিয়ে করাকে উত্তম বা সুন্নত বলেন। কিন্তু শাওয়াল মাসে বিয়ের বিশেষ কোনো ফজিলত বা গুরুত্ব নবীজির (সা.) থেকে বর্ণিত হয়নি।

নবীজি (সা.) শাওয়াল মাসে যেমন বিয়ে করেছেন, অন্যান্য মাসেও বিয়ে করেছেন। নবীজির (সা.) যুগে বা পরবর্তী সময়েও সাহাবিদের মধ্যে শাওয়াল মাসে বিয়ে করার বিশেষ কোনো আগ্রহ দেখা যেতো না। এ থেকে বোঝা যায় সাহাবিরা এটাকে সুন্নত বা মুস্তাহাব মনে করতেন না।

তাই শাওয়াল মাসে বিয়ে করাকে সুন্নত, মুস্তাহাব বা বিশেষ ফজিলতপূর্ণ মনে করার কোনো ভিত্তি নেই।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow