কোরআনের বাণী ও শিক্ষা

আল্লাহতায়ালা বলেন, ‘(হে নবী!) আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস তবে আমাকে অনুসরণ করো; তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।’ (সুরা আলে ইমরান: ৩১) শিক্ষা ১. আল্লাহ মানুষের খালিক ও মালিক। তিনিই মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেন। তাই আল্লাহকে ভালোবাসা ছাড়া উপায় নেই। অন্তরে আল্লাহ বড়ত্বের অনুভূতি রাখা এবং আন্তরিকভাবে তাকে ভালোবাসা। ২. আল্লাহর পরিচয় ও বিধান মেনে চলার জন্য নবীজিকে পাঠিয়েছেন তিনি। তাই তার প্রেরিত নবীকেও পরিপূর্ণভাবে ভালোবাসা। ৩. নবীজির প্রতি ভালোবাসা তখনই প্রকাশ পাবে যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির দেখানো আদর্শ অনুযায়ী চলা হবে। তাই সব বিষয়ের সুন্নত জানার চেষ্টা করা ও মেনে চলা। ৪. আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির জীবনাদর্শ অনুসরণ করতে হবে। আর নবীজির জীবনাদর্শ অনুযায়ী চললে আল্লাহ ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন।

আল্লাহতায়ালা বলেন, ‘(হে নবী!) আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস তবে আমাকে অনুসরণ করো; তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।’ (সুরা আলে ইমরান: ৩১)

শিক্ষা

১. আল্লাহ মানুষের খালিক ও মালিক। তিনিই মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেন। তাই আল্লাহকে ভালোবাসা ছাড়া উপায় নেই। অন্তরে আল্লাহ বড়ত্বের অনুভূতি রাখা এবং আন্তরিকভাবে তাকে ভালোবাসা।

২. আল্লাহর পরিচয় ও বিধান মেনে চলার জন্য নবীজিকে পাঠিয়েছেন তিনি। তাই তার প্রেরিত নবীকেও পরিপূর্ণভাবে ভালোবাসা।

৩. নবীজির প্রতি ভালোবাসা তখনই প্রকাশ পাবে যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির দেখানো আদর্শ অনুযায়ী চলা হবে। তাই সব বিষয়ের সুন্নত জানার চেষ্টা করা ও মেনে চলা।

৪. আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির জীবনাদর্শ অনুসরণ করতে হবে। আর নবীজির জীবনাদর্শ অনুযায়ী চললে আল্লাহ ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow