ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টে চার উইকেট তুলে নিয়েই ইতিহাসের সামনে দাঁড়িয়ে গেলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পাশে গিয়ে ঠিক একই জায়গায়—২৪৬ উইকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার চূড়ায় এখন দুজনের নাম। কিন্তু আরেক ইনিংসেই তাইজুল একাই উঠতে পারেন শীর্ষে। এত বড় মাইলফলকের মুহূর্তেও তিনি শান্ত, সংযত—এবং অবাক করার মতো নম্র। দিনের খেলা শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে—ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান? তাইজুল হাসিমুখেই বললেন,“দুই বছর পর কী হবে বলা কঠিন… যতদিন খেলব, পারফরম্যান্সই বলে দেবে কোথায় যেতে পারব।” তার ভাষায়, ক্রিকেটারদের সব সাফল্যের মূলেই আছে প্রক্রিয়া—“এখানে প্রক্রিয়াটা খুব জরুরি, সঙ্গে পারফরম্যান্স। যতদিন পারফর্ম করতে পারব, ততদিনই ভালো অবস্থানে যেতে পারব।” কোনো নির্দিষ্ট সংখ্যা কি মাথায় রেখেছেন? তাইজুলের উত্তরটি ছিল একদম নিজের মতো করে সরল—“না, নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। আমাকে যদি আল্লাহ ৭০০ উইকেট দেন, আমি ৭০০টাই নিতেই রাজি আছি।” এই মন্তব্যে স্পষ্ট—তাইজুল লক্ষ্য সংখ্যায় নয়, মনোযোগ দেন পারফরম্যান্সে; যা মিলবে যতদিন শরীর ও দক্ষতা অ

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টে চার উইকেট তুলে নিয়েই ইতিহাসের সামনে দাঁড়িয়ে গেলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পাশে গিয়ে ঠিক একই জায়গায়—২৪৬ উইকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার চূড়ায় এখন দুজনের নাম। কিন্তু আরেক ইনিংসেই তাইজুল একাই উঠতে পারেন শীর্ষে। এত বড় মাইলফলকের মুহূর্তেও তিনি শান্ত, সংযত—এবং অবাক করার মতো নম্র।

দিনের খেলা শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে—ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান?

তাইজুল হাসিমুখেই বললেন,“দুই বছর পর কী হবে বলা কঠিন… যতদিন খেলব, পারফরম্যান্সই বলে দেবে কোথায় যেতে পারব।”

তার ভাষায়, ক্রিকেটারদের সব সাফল্যের মূলেই আছে প্রক্রিয়া—“এখানে প্রক্রিয়াটা খুব জরুরি, সঙ্গে পারফরম্যান্স। যতদিন পারফর্ম করতে পারব, ততদিনই ভালো অবস্থানে যেতে পারব।”

কোনো নির্দিষ্ট সংখ্যা কি মাথায় রেখেছেন? তাইজুলের উত্তরটি ছিল একদম নিজের মতো করে সরল—“না, নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। আমাকে যদি আল্লাহ ৭০০ উইকেট দেন, আমি ৭০০টাই নিতেই রাজি আছি।”

এই মন্তব্যে স্পষ্ট—তাইজুল লক্ষ্য সংখ্যায় নয়, মনোযোগ দেন পারফরম্যান্সে; যা মিলবে যতদিন শরীর ও দক্ষতা অনুমতি দেবে।

তাইজুল আরও জানান, শুরু থেকেই তাঁর পথটা সংখ্যাভিত্তিক ছিল না—“প্রত্যেক ক্রিকেটারের প্রথম লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা। আমারও তাই ছিল। জাতীয় দলে ওঠার পর কতদূর যেতে পারব—এটা নিয়ে কোনো নির্দিষ্ট ভাবনা ছিল না। চেষ্টা থাকবে শেষ পর্যন্ত যতদূর যাওয়া যায়।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow