কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পাঁচ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, তিন দিক থেকে আগুন সীমিত করা গেছে। বাকি থাকা একটি দিকের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, প্রথমে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিট বাড়িয়ে ১৯টি করা হয়েছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনের শিখার তীব্রতা কমেছে। বেশ কয়েকটি অংশে আগুন সীমিত করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম ইউনিট পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়। পরিচালক বলেন, ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু কারণেও আগুন নেভানোর কাজে বা
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পাঁচ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, তিন দিক থেকে আগুন সীমিত করা গেছে। বাকি থাকা একটি দিকের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রথমে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিট বাড়িয়ে ১৯টি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনের শিখার তীব্রতা কমেছে। বেশ কয়েকটি অংশে আগুন সীমিত করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম ইউনিট পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়।
পরিচালক বলেন, ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, পানির ঘাটতি না থাকলেও আগুন লাগার স্থানে পানি পৌঁছাতে সময় লাগছে। এলাকা বড় হওয়ায় পাইপ জোড়া দিতে হচ্ছে বহু জায়গায়।
পরিচালক জানান, পূর্ব ও উত্তর দিকের আগুন অনেকটাই কমে এসেছে। তিন দিক থেকে আগুন সীমিত হওয়ায় এখন এক দিকের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আমরা এক-দুই ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারব।
এর আগে, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে আগুন লাগে কড়াইল বস্তিতে। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় ফায়ার সার্ভিসের। পরে তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। কড়াইল বস্তির বিভিন্ন অংশ এখনো আগুনে পুড়ছে।
What's Your Reaction?