কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি এ তথ্য জানান। আনোয়ারুল ইসলাম জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট রওনা দেয়। কিন্তু সড়কে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো প্রায় ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভুক্তভোগীদের বর্ণনা ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের উৎস জানা যাবে। কেউ হতাহত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। জানা গেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। রাজধানীর ভয়াবহ যানজট ঠেলে প্রথমে ফায়ার স
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি এ তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট রওনা দেয়। কিন্তু সড়কে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো প্রায় ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ভুক্তভোগীদের বর্ণনা ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের উৎস জানা যাবে। কেউ হতাহত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। রাজধানীর ভয়াবহ যানজট ঠেলে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। পানির অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
পানি সংকটের কারণে আরও ৩টি ইউনিট যোগ দিলে মোট ১৯ ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
What's Your Reaction?