খাগড়াছড়িতে ১৫ প্রার্থীর মনোনয়ন জমা, ভোটারদের আগ্রহ বাড়ছে

খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে বাড়তি আলোচনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ১৫ জন। দিনভর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ তৈরি হয়।খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে প্রার্থীরা পর্যায়ক্রমে কার্যালয়ে আসেন। নির্ধারিত সময় শেষে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।এদিকে নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ বাড়ছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। বাজার, চা দোকান ও পাড়ামহল্লার আড্ডায় প্রার্থী ও এলাকার উন্নয়ন প্রসঙ্গ উঠে আসছে। অনেক ভোটারই বলছেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চান।খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, 'ভোট আমাদের নাগরিক অধিকার। পরিবেশ ঠিক থাকলে পরিবার নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেব।' একই ধরনের মত

খাগড়াছড়িতে ১৫ প্রার্থীর মনোনয়ন জমা, ভোটারদের আগ্রহ বাড়ছে

খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে বাড়তি আলোচনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ১৫ জন। দিনভর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ তৈরি হয়।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে প্রার্থীরা পর্যায়ক্রমে কার্যালয়ে আসেন। নির্ধারিত সময় শেষে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ বাড়ছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। বাজার, চা দোকান ও পাড়ামহল্লার আড্ডায় প্রার্থী ও এলাকার উন্নয়ন প্রসঙ্গ উঠে আসছে। অনেক ভোটারই বলছেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চান।

খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, 'ভোট আমাদের নাগরিক অধিকার। পরিবেশ ঠিক থাকলে পরিবার নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেব।' একই ধরনের মত প্রকাশ করেন স্বনির্ভরের তরুণ ভোটার জ্ঞান চাকমা। তিনি বলেন, 'নির্বাচনের মাধ্যমে এলাকার সমস্যা তুলে ধরার সুযোগ থাকে। তাই ভোট দিতে চাই।'

স্থানীয় সচেতন মহলের মতে, পাহাড়ি ও বাঙালি- দুই সম্প্রদায়ের ভোটারদের এই আগ্রহ নির্বাচনী পরিবেশের জন্য ইতিবাচক ইঙ্গিত। তারা আশা করছেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে খাগড়াছড়িতে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

এদিকে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী ধাপে মনোনয়ন যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সব মিলিয়ে খাগড়াছড়ি সংসদীয় আসনে নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে মাঠ গরম হতে শুরু করেছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, 'ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ১৫ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন। এসব ফরম যাচাই-বাছাই করা হবে। সকল ক্রাইটেরিয়া পূরণ করে যারা ফরম জমা দিয়েছে তাদের চূড়ান্ত তালিকা দেওয়া হবে। এ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্দিষ্ট তারিখে ভালোভাবে নির্বাচন যেন সম্পন্ন করা যায় সে জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow