খাগড়াছড়িতে নির্বাচনে ভোটার ও ভোটকেন্দ্রের প্রস্তুতিতে প্রশাসনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নির্বাচন প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, সীমান্তবর্তী এলাকা এবং বহুজাতিক জনবসতির এই জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হলেও হালনাগাদ ভোটার তথ্য ও কেন্দ্রভিত্তিক পরিকল্পনা নির্বাচন ব্যবস্থাপনাকে অনেকটাই সুসংগঠিত করছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। ভোটার তালিকায় নারী ও পুরুষ ভোটারের প্রায় সমান উপস্থিতি জেলায় গণতান্ত্রিক অংশগ্রহণের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে, যা পার্বত্য অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খাগড়াছড়ি সদর উপজেলা ভোটার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে। এ উপজেলায় মোট ভোটার ৯৮ হাজার ৩৪৫ জন, যার মধ্যে পুরুষ ৫০ হাজার ১৫৬ জন এবং নারী ৪৮ হাজার ১৮৮ জন। দ্বিতীয় অবস্থানে থাকা দীঘিনালা উপজেলায় ভোটা

খাগড়াছড়িতে নির্বাচনে ভোটার ও ভোটকেন্দ্রের প্রস্তুতিতে প্রশাসনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নির্বাচন প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, সীমান্তবর্তী এলাকা এবং বহুজাতিক জনবসতির এই জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হলেও হালনাগাদ ভোটার তথ্য ও কেন্দ্রভিত্তিক পরিকল্পনা নির্বাচন ব্যবস্থাপনাকে অনেকটাই সুসংগঠিত করছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। ভোটার তালিকায় নারী ও পুরুষ ভোটারের প্রায় সমান উপস্থিতি জেলায় গণতান্ত্রিক অংশগ্রহণের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে, যা পার্বত্য অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খাগড়াছড়ি সদর উপজেলা ভোটার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে। এ উপজেলায় মোট ভোটার ৯৮ হাজার ৩৪৫ জন, যার মধ্যে পুরুষ ৫০ হাজার ১৫৬ জন এবং নারী ৪৮ হাজার ১৮৮ জন। দ্বিতীয় অবস্থানে থাকা দীঘিনালা উপজেলায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৫৫ জন আর তৃতীয় অবস্থানে থাকা মাটিরাঙ্গা উপজেলায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ২৮২ জন। এছাড়া মহালছড়ি, পানছড়ি, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও গুইমারা উপজেলা গুলোতে ভোটার সংখ্যা তুলনামূলক কম হলেও প্রতিটি এলাকাতেই নারী-পুরুষ ভোটারের ভারসাম্য বজায় রয়েছে।

জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২০৩টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৬৮টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে ১২১টিকে। দুর্গম পাহাড়ি অঞ্চল, যোগাযোগব্যবস্থা দুর্বল এলাকা এবং সীমান্তসংলগ্ন এলাকাগুলোতেই এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি। নির্বাচন কমিশন এসব কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি এবং নজরদারির আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ভোটকেন্দ্রের অবকাঠামোগত দিক থেকে দেখা যায়, অধিকাংশ কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক- সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি জেলার তিনটি কেন্দ্রে বিশেষ করে দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্র, লক্ষ্মীছড়ির ফুইত্যাছড়ি ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জামাদি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণ পরিচালনায় প্রশিক্ষিত জনবল ও কারিগরি সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সীমান্তবর্তী নিরাপত্তাও এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীঘিনালা, পানছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা থানায় মোট ২০টি সীমান্তবর্তী ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে স্তরভিত্তিক নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা করেছে প্রশাসন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, 'ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং কেন্দ্রভিত্তিক লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সব মিলিয়ে ভোটার কাঠামো, কেন্দ্র বিন্যাস ও নিরাপত্তা পরিকল্পনা বিবেচনায় খাগড়াছড়িতে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নিয়ন্ত্রিত ও সংগঠিত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।'

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, নিরপেক্ষ পরিবেশ এবং স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করা হবে। আমি সকল ভোটারকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানাই। সবার সম্মিলিত সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow