খালেদা জিয়ার মৃত্যুতে হালুয়াঘাটে নাগরিক শোক সভা ও শোক মিছিল
বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ শোক সভায় আফাজ উদ্দিননের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার, হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ সাহা, গারো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুভ্রত রেমা, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ এবং হালুয়াঘাট আর্দশ মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ স্নিগ্ধা হালদার প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শোক সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ কর
বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ শোক সভায় আফাজ উদ্দিননের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক
আসলাম মিয়া বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার, হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ সাহা, গারো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুভ্রত রেমা, হালুয়াঘাট
প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ এবং হালুয়াঘাট আর্দশ মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ স্নিগ্ধা হালদার প্রমূখ।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল আপসহীন ও সাহসী। তার মৃত্যুতে জাতি একজন পরীক্ষিত রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রকামী নেত্রীকে হারালো।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। শোক সভার শুরুতেই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?