খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর উপজেলার রায়েন্দা বাজার কেন্দ্রীয় বড় মসজিদ ঈদগাহ মাঠে মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফিলের উদ্যোক্তা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওবায়দুল ইসলাম বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার অবদান মনে রেখে তার সুস্থতার জন্য সকলে যেন দোয়া করেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর উপজেলার রায়েন্দা বাজার কেন্দ্রীয় বড় মসজিদ ঈদগাহ মাঠে মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফিলের উদ্যোক্তা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওবায়দুল ইসলাম বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার অবদান মনে রেখে তার সুস্থতার জন্য সকলে যেন দোয়া করেন।
What's Your Reaction?