খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধর্মপাশায় দোয়া মাহফিল
সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসেন, তার প্রমাণ প্রতিদিন তার রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে পাওয়া যাচ্ছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলার ধর্মপাশা উপজেলায় উকিলপাড়া হেলিপ্যাড মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আনিসুল হকের উদ্যোগে ও ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দুঃসময়ে দেশের গণতান্ত্
সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসেন, তার প্রমাণ প্রতিদিন তার রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলার ধর্মপাশা উপজেলায় উকিলপাড়া হেলিপ্যাড মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনিসুল হকের উদ্যোগে ও ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দুঃসময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া চাই। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা-মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দল সব সময় আপনাদের পাশে থাকবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক-এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, ৪র্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক প্রমুখ।
What's Your Reaction?