খালেদা জিয়াকে নিয়ে শোক বইয়ে স্মৃতির ঝাঁপি খুললেন মেয়র শাহাদাত

গুলশানের কার্যালয়ে রাখা শোক বইয়ের পাতায় কালির অক্ষরে নয়, যেন স্মৃতি আর শ্রদ্ধার গভীরতায় নিজের অনুভূতি তুলে ধরলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে তিনি স্মরণ করেন এক দীর্ঘ রাজনৈতিক পথচলা, সান্নিধ্যের মুহূর্ত এবং একজন আপসহীন নেত্রীর নেতৃত্বগুণ। শোকবার্তায় মেয়র লিখেছেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশমাতা ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছেন আন্তরিক সমবেদনা। তার লেখায় উঠে আসে একটি মূল্যায়ন, দল-মতের সীমা ছাড়িয়ে খালেদা জিয়া পরিণত হয়েছিলেন দেশের ১৮ কোটি মানুষের নেত্রীতে। ডা. শাহাদাত হোসেন শোক বইয়ে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের বিপুল উপস্থিতি ছিল ইতিহাসের এক বিরল দৃশ্য। তার মতে, এই উপস্থিতিই প্রমাণ করে দেয়, তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং সমগ্র জাতির নেতৃত্বে অবস্থান করেছিলেন। মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামন

খালেদা জিয়াকে নিয়ে শোক বইয়ে স্মৃতির ঝাঁপি খুললেন মেয়র শাহাদাত
গুলশানের কার্যালয়ে রাখা শোক বইয়ের পাতায় কালির অক্ষরে নয়, যেন স্মৃতি আর শ্রদ্ধার গভীরতায় নিজের অনুভূতি তুলে ধরলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে তিনি স্মরণ করেন এক দীর্ঘ রাজনৈতিক পথচলা, সান্নিধ্যের মুহূর্ত এবং একজন আপসহীন নেত্রীর নেতৃত্বগুণ। শোকবার্তায় মেয়র লিখেছেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশমাতা ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছেন আন্তরিক সমবেদনা। তার লেখায় উঠে আসে একটি মূল্যায়ন, দল-মতের সীমা ছাড়িয়ে খালেদা জিয়া পরিণত হয়েছিলেন দেশের ১৮ কোটি মানুষের নেত্রীতে। ডা. শাহাদাত হোসেন শোক বইয়ে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের বিপুল উপস্থিতি ছিল ইতিহাসের এক বিরল দৃশ্য। তার মতে, এই উপস্থিতিই প্রমাণ করে দেয়, তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং সমগ্র জাতির নেতৃত্বে অবস্থান করেছিলেন। মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনাও করেন তিনি। শোক বইয়ের পাতায় মেয়র ফিরে যান নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলোতে। দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে থাকার অভিজ্ঞতা, তার স্নেহ, দিকনির্দেশনা ও আপসহীন নেতৃত্বের স্মৃতিগুলো তিনি গভীর শ্রদ্ধা ও মমতায় তুলে ধরেন। একজন নেত্রী হিসেবে খালেদা জিয়ার দৃঢ়তা ও মানবিকতা তার লেখায় বারবার ফিরে আসে। এর আগে বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন ডা. শাহাদাত হোসেন। পরে তিনি মরহুমার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনায় জিয়ারত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow