খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়, জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তৎসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীদের জন্য ২টি বাস টিএসসিতে, ৩টি বাস কার্জন হলে ও ৫টি বাস ভিসি চত্বরে অবস্থান করবে।  এতে আরও বলা হয়, একই সময় শিক্ষকদের জন্য দুটি এসি মিনিবাস কলা ভবনের বাইরের গেটে অবস্থান করবে। প্রক্টর ও সহকারী প্রক্টরদের জন্য একটি এসি মিনিবাস প্রক্টর অফিসের সামনে অবস্থান করবে। কর্মকর্তাদের জন্য একটি মিনিবাস এবং কর্মচারীদের জন্য

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তৎসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীদের জন্য ২টি বাস টিএসসিতে, ৩টি বাস কার্জন হলে ও ৫টি বাস ভিসি চত্বরে অবস্থান করবে। 

এতে আরও বলা হয়, একই সময় শিক্ষকদের জন্য দুটি এসি মিনিবাস কলা ভবনের বাইরের গেটে অবস্থান করবে। প্রক্টর ও সহকারী প্রক্টরদের জন্য একটি এসি মিনিবাস প্রক্টর অফিসের সামনে অবস্থান করবে। কর্মকর্তাদের জন্য একটি মিনিবাস এবং কর্মচারীদের জন্য একটি বাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow