খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় আইইবি রাজশাহী কেন্দ্র কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইইবি রাজশাহী কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা। অনুষ্ঠানের শুরুতে আইইবি রাজশাহী কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. রবিউল ইসলাম সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর অতিথিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তব্য পর্ব শেষে শীতবস্
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় আইইবি রাজশাহী কেন্দ্র কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইইবি রাজশাহী কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা।
অনুষ্ঠানের শুরুতে আইইবি রাজশাহী কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. রবিউল ইসলাম সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর অতিথিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তব্য পর্ব শেষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নগরীর বরেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম মো. রফিকুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দোয়া ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আইইবি রাজশাহী কেন্দ্রের সদস্য, বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?