খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় ডিক্যাব জানায়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংগঠনটি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তাঁর ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। শোকবার্তায় বলা হয়, তার (খালেদা জিয়া) আপসহীন নেতৃত্বে দেশের ইতিহাসের নানা সংকটময় সময়ে জাতি গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি বারবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। ডিক্যাব আরও জানায়, দেশ ও জাতির প্রতি বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান জাতি চিরকাল সম্মানের সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে বাংলাদেশের নারী নেতৃত্বে শক্তিশালী রাজনৈতিক অধ্যায়ের একটি যুগের অবসান ঘটল। শোকবার্তায় বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতিতে তাদের ধৈর্য ও শক্তি

খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় ডিক্যাব জানায়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংগঠনটি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তাঁর ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

শোকবার্তায় বলা হয়, তার (খালেদা জিয়া) আপসহীন নেতৃত্বে দেশের ইতিহাসের নানা সংকটময় সময়ে জাতি গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি বারবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

ডিক্যাব আরও জানায়, দেশ ও জাতির প্রতি বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান জাতি চিরকাল সম্মানের সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে বাংলাদেশের নারী নেতৃত্বে শক্তিশালী রাজনৈতিক অধ্যায়ের একটি যুগের অবসান ঘটল।

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতিতে তাদের ধৈর্য ও শক্তি দান করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়।

ডিক্যাবের সভাপতি এ কে এম মইনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন যৌথভাবে এই শোকবার্তায় স্বাক্ষর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow