খালেদা জিয়ার মৃত্যুতে সার্কের শোকপ্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারালো, যার জীবন ও নেতৃত্ব দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে-বিশেষত কন্যাশিশুদের শিক্ষায়-গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এমন এক উন্নয়নপথে অগ্রসর হয়, যাকে বিশ্বব্যাংক একসময় ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে আখ্যায়িত করেছিল। সার্ক মহাসচিব আরও বলেন, ১৯৯৩-৯৫ এবং ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা, দূরদর্শিতা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার ভূমিকা সার্ক কৃতজ

খালেদা জিয়ার মৃত্যুতে সার্কের শোকপ্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।

সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারালো, যার জীবন ও নেতৃত্ব দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে।

শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে-বিশেষত কন্যাশিশুদের শিক্ষায়-গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এমন এক উন্নয়নপথে অগ্রসর হয়, যাকে বিশ্বব্যাংক একসময় ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে আখ্যায়িত করেছিল।

সার্ক মহাসচিব আরও বলেন, ১৯৯৩-৯৫ এবং ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা, দূরদর্শিতা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার ভূমিকা সার্ক কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোকবার্তায় সার্ক সচিবালয়ের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতৃত্ব এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তিদানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সার্ক মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের জনগণ এই শোক কাটিয়ে উঠে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়ার আজীবন লড়াই থেকে প্রেরণা গ্রহণ করবে।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow