খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবার প্রতি ব্যক্তিগত চিকিৎসকের অনুরোধ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে সোমবার জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন।’ এদিকে তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।’ খালেদা জিয়া চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত আরোগ্য লাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।’ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি, চেয়ারপারসন আলহামদুলিল্ল

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবার প্রতি ব্যক্তিগত চিকিৎসকের অনুরোধ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে সোমবার জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন।’

এদিকে তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।’

খালেদা জিয়া চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত আরোগ্য লাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি, চেয়ারপারসন আলহামদুলিল্লাহ মেডিকেল বোর্ড তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

তিনি আরও বলেন, দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া দয়া করে কোনো তথ্য আমরা কেউ শেয়ার না করি। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে, যেন চেয়ারপারসনকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow