খিচুড়ি ও ভাতের সঙ্গী বরইয়ের চাটনি

বরই বা কুল পছন্দ করেন না-এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া কঠিন। কাঁচা হোক বা পাকা, সব ধরনের বরই খেতেই সুস্বাদু। শুধু স্বাদেই নয় পুষ্টিগুণের দিক থেকেও বরই বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর মিনারেল, ভিটামিন সি, বি ও বি-১২, যা সর্দি-কাশি উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বরই দিয়ে ভর্তা, আচার তো হয়ই থাকে। তবে চাইলে বানাতে পারেন মুখরোচক চাটনিও। ভাত কিংবা খিচুড়ির সঙ্গে যদি  এই চাটনি রাখলে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বরইয়ের চাটনি তৈরি করবেন- উপকরণ১. পাকা বরই ২কাপ২. খেজুরের গুড় ১ কাপ ৩. তেজপাতা ১টি৪. শুকনা মরিচ ১টি ৫. পাঁচ ফোড়ন গুঁড়া আধা চা চামচ৬. হলুদ গুঁড়া আধা চাচামচ ৭. মরিচ গুঁড়া ১ চা চামচ৮. সরিষার তেল কাপ ৯. লবণ স্বাদমতো প্রস্তুত প্রণালিপাকা বরই প্রথমে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সেই পানি ফেলে বরইগুলো ভালো করে ধুয়ে নিন এবং ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে শুকনা মরিচও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এবার ভেজানো বরই কড়াইতে দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিন এবং মাঝারি আঁচে মিনিট দুয়েক নেড়ে ভাজুন। বরই থেকে ঘ্রাণ বের হলে প্রয়ো

খিচুড়ি ও ভাতের সঙ্গী বরইয়ের চাটনি

বরই বা কুল পছন্দ করেন না-এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া কঠিন। কাঁচা হোক বা পাকা, সব ধরনের বরই খেতেই সুস্বাদু। শুধু স্বাদেই নয় পুষ্টিগুণের দিক থেকেও বরই বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর মিনারেল, ভিটামিন সি, বি ও বি-১২, যা সর্দি-কাশি উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বরই দিয়ে ভর্তা, আচার তো হয়ই থাকে। তবে চাইলে বানাতে পারেন মুখরোচক চাটনিও। ভাত কিংবা খিচুড়ির সঙ্গে যদি  এই চাটনি রাখলে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়।

cfty

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বরইয়ের চাটনি তৈরি করবেন-

উপকরণ
১. পাকা বরই ২কাপ
২. খেজুরের গুড় ১ কাপ
৩. তেজপাতা ১টি
৪. শুকনা মরিচ ১টি
৫. পাঁচ ফোড়ন গুঁড়া আধা চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চাচামচ
৭. মরিচ গুঁড়া ১ চা চামচ
৮. সরিষার তেল কাপ
৯. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
পাকা বরই প্রথমে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সেই পানি ফেলে বরইগুলো ভালো করে ধুয়ে নিন এবং ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে শুকনা মরিচও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এবার ভেজানো বরই কড়াইতে দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিন এবং মাঝারি আঁচে মিনিট দুয়েক নেড়ে ভাজুন। বরই থেকে ঘ্রাণ বের হলে প্রয়োজনমতো পানি দিন। পানি ফুটতে শুরু করলে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া যোগ করে খেজুরের গুড় দিয়ে দিন।

এরপর ঝোল ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। মাঝারি আঁচেই রান্না করুন, যতক্ষণ না বরই নরম হয়ে আসে এবং অতিরিক্ত পানি শুকিয়ে চাটনি ঘন হয়ে যায়। সবশেষে পাঁচফোড়ন গুঁড়া ছড়িয়ে দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করুন। তেল ছাড়তে শুরু করলে চুলা বন্ধ করুন। নামিয়ে পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:
চায়ের সঙ্গে উপভোগ করুন চাপটি পিঠা 
লেবু পাতা দিয়ে পাবদার ঝোল 

এসএকেওয়াই/ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow