খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে খেজুরের রস খেতে গিয়ে শিয়ালের কামড়ে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে তাড়াশ পৌরসদরের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভাদাস মহল্লার মোক্তার হোসেন (৪৫), সিরাজগঞ্জ থেকে খেজুরের রস খেতে আসা মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩)। এদিকে তাড়াশ উপজেলায় গত দেড় মাসে প্রায় ১৪ জনকে শিয়াল কামড়ে দিলেও স্থানীয় হাসপাতাল, পৌরসভায় প্রয়োজনীয় প্রতিষেধক মিলছে না। এতে শিয়াল বা কুকুরের কামড়ের শিকার দরিদ্র ব্যক্তিরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ জানান, বর্তমানে বিনামূল্যের প্রতিষেধক সরবরাহ বন্ধ আছে। তারপরও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। তিনি সরকারিভাবে প্রতিষেধক কেনার ব্যবস্থা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে খেজুরের রস খেতে গিয়ে শিয়ালের কামড়ে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে তাড়াশ পৌরসদরের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভাদাস মহল্লার মোক্তার হোসেন (৪৫), সিরাজগঞ্জ থেকে খেজুরের রস খেতে আসা মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩)।

এদিকে তাড়াশ উপজেলায় গত দেড় মাসে প্রায় ১৪ জনকে শিয়াল কামড়ে দিলেও স্থানীয় হাসপাতাল, পৌরসভায় প্রয়োজনীয় প্রতিষেধক মিলছে না। এতে শিয়াল বা কুকুরের কামড়ের শিকার দরিদ্র ব্যক্তিরা বিপাকে পড়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ জানান, বর্তমানে বিনামূল্যের প্রতিষেধক সরবরাহ বন্ধ আছে। তারপরও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। তিনি সরকারিভাবে প্রতিষেধক কেনার ব্যবস্থা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow