খেজুরের রস নিয়ে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

ফজরের নামাজ পড়ে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়েছিলেন মো. বাদশা ফয়সাল (৪০)। কিন্তু আর ফেরা হলো না তার। ফেনীর সোনাগাজীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। শুক্রবার (২ জানুয়ারি) সকালে খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা ফয়সাল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সোনাগাজী জোনের সাবেক অফিস ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সংসারের হাল ধরতে সম্প্রতি তিনি সোনাগাজীর উপকূলীয় এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে মোটরসাইকেলে করে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এদিকে হাসপাতালে মৃত্যুর খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তার পরিবার। তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যা ও দুই ছেলে সন্তান— যাদের ভবিষ্যৎ নিয়ে এখন শুধু শোক আর অনিশ্চয়তা। এলাকাজ

খেজুরের রস নিয়ে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

ফজরের নামাজ পড়ে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়েছিলেন মো. বাদশা ফয়সাল (৪০)। কিন্তু আর ফেরা হলো না তার। ফেনীর সোনাগাজীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা ফয়সাল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সোনাগাজী জোনের সাবেক অফিস ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সংসারের হাল ধরতে সম্প্রতি তিনি সোনাগাজীর উপকূলীয় এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে মোটরসাইকেলে করে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এদিকে হাসপাতালে মৃত্যুর খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তার পরিবার। তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যা ও দুই ছেলে সন্তান— যাদের ভবিষ্যৎ নিয়ে এখন শুধু শোক আর অনিশ্চয়তা। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সৎ, পরিশ্রমী ও ভদ্র মানুষ হিসেবে বাদশা ফয়সাল স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে স্থানীয়রা পুলিশ পৌঁছানোর আগেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, সেখানে তিনি মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow