গরু নিয়ে হাওরে যাচ্ছিল খোকন, একা পেয়ে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্ৰামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই বাড়ির কুদ্দুস মিয়ার পরিবারের লোকজন তাকে রাস্তায় পিটিয়েছে।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত তেলিখাই গ্রামের কুদ্দুস মিয়ার পরিবার ও খোকনের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসিতেছিল। ঘটনার ৪-৫ দিন আগে খোকন তার ভাবি কুদ্দুস মিয়ার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। এর জের ধরে কুদ্দুস মিয়ার ছেলে জিয়াউর রহমানসহ অন্যরা সোমবার সকালে তেলিখাই সড়কের পাশের রাস্তায় খোকনকে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। খোকন এ সময় গরু নিয়ে হাওরে যাচ্ছিল।  এ বিষয়ে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

গরু নিয়ে হাওরে যাচ্ছিল খোকন, একা পেয়ে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্ৰামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই বাড়ির কুদ্দুস মিয়ার পরিবারের লোকজন তাকে রাস্তায় পিটিয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত তেলিখাই গ্রামের কুদ্দুস মিয়ার পরিবার ও খোকনের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসিতেছিল। ঘটনার ৪-৫ দিন আগে খোকন তার ভাবি কুদ্দুস মিয়ার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। এর জের ধরে কুদ্দুস মিয়ার ছেলে জিয়াউর রহমানসহ অন্যরা সোমবার সকালে তেলিখাই সড়কের পাশের রাস্তায় খোকনকে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। খোকন এ সময় গরু নিয়ে হাওরে যাচ্ছিল। 

এ বিষয়ে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow