গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মারা গেছেন
গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল আউয়াল আরজু (৬৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুল আউয়াল আরজু কাচারি বাজার জামে মসজিদের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ জোহর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পৌর গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে, আব্দুল আউয়াল আরজুর মৃত্যুতে গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল আউয়াল আরজু (৬৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আব্দুল আউয়াল আরজু কাচারি বাজার জামে মসজিদের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ জোহর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পৌর গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে, আব্দুল আউয়াল আরজুর মৃত্যুতে গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
What's Your Reaction?