গাছে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার সাঁটানোর প্রতিবাদে মানববন্ধন

গাছে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন সাঁটানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভ‌য়েস। মানববন্ধনে বক্তারা বলেন, গাছের কাণ্ডে পেরেক ঠুকলে ক্ষত সৃষ্টি হয়। রসক্ষরণ ব্যাহত হয় এবং ধীরে ধীরে গাছ মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে শুধু পরিবেশ নয়, শহরের সামগ্রিক সৌন্দর্যও নষ্ট হয়। তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং ও স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দেশে গাছের গায়ে সাইনবোর্ড, ফেস্টুন ও ব্যানার ঝোলানো অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন, গ্রিন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ ও রোমিও রায়হান প্রমুখ। রোকনুজ্জামান মানু/আরএইচ/জেআইএম

গাছে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার সাঁটানোর প্রতিবাদে মানববন্ধন

গাছে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন সাঁটানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভ‌য়েস।

মানববন্ধনে বক্তারা বলেন, গাছের কাণ্ডে পেরেক ঠুকলে ক্ষত সৃষ্টি হয়। রসক্ষরণ ব্যাহত হয় এবং ধীরে ধীরে গাছ মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে শুধু পরিবেশ নয়, শহরের সামগ্রিক সৌন্দর্যও নষ্ট হয়। তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং ও স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দেশে গাছের গায়ে সাইনবোর্ড, ফেস্টুন ও ব্যানার ঝোলানো অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন, গ্রিন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ ও রোমিও রায়হান প্রমুখ।

রোকনুজ্জামান মানু/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow