গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিমেন্ট কোম্পানির ট্রাক ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম নারায়ণ দাস (৪২)। তিনি উপজেলার নলছাটা গ্রামের মৃত চণ্ডীচরণ দাসের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর নাম ইমন হাসান (৪৬)। তিনি উপজেলার ভাদাত্তী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণ দাস ও ইমন হাসান কালীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি নলছাটায় ফিরছিলেন। পথিমধ্যে তারা দড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-উ-১২-২৯৬৯) সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নারায়ণ দাসের মৃত্যু হয়। এ সময় ম

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিমেন্ট কোম্পানির ট্রাক ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম নারায়ণ দাস (৪২)। তিনি উপজেলার নলছাটা গ্রামের মৃত চণ্ডীচরণ দাসের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর নাম ইমন হাসান (৪৬)। তিনি উপজেলার ভাদাত্তী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণ দাস ও ইমন হাসান কালীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি নলছাটায় ফিরছিলেন। পথিমধ্যে তারা দড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-উ-১২-২৯৬৯) সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নারায়ণ দাসের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী ইমন হাসান ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ইমনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি এবং মাথায় গুরুতর জখম থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয় কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেভেন রিং সিমেন্ট কোম্পানির ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা এ সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow