গাজীপুর ৩ আসনে প্রার্থীতা ফিরে পেলন ইজাদুর রহমান মিলন
গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের আশা পূরণের লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত গাজীপুর-৩ আসনের মানুষের সেবা দিয়ে যেতে চাই। তাই শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। সোমবার ( ১২ জানুয়ারি) বিকেলে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি এলাকায় কোনো সাংগঠনিক দায়িত্বে নেই এবং দলীয় কোনো কার্যক্রমেও যুক্ত নন। মিলন বলেন, গ্রামের মানুষের চাওয়া–পাওয়াকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। জনগণের সেবা করতেই আমি নির্বাচন করছি। তাই এলাকার সকল মানুষের সহযোগিতা কামনা করছি। এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি এবং সবাইকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানাচ্ছি। তিনি আরও জানান, দল থেকে বের হয়ে আসার পর থেকেই তিনি দলের সকল কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রেখেছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এর আগে আস
গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের আশা পূরণের লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত গাজীপুর-৩ আসনের মানুষের সেবা দিয়ে যেতে চাই। তাই শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো।
সোমবার ( ১২ জানুয়ারি) বিকেলে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি এলাকায় কোনো সাংগঠনিক দায়িত্বে নেই এবং দলীয় কোনো কার্যক্রমেও যুক্ত নন।
মিলন বলেন, গ্রামের মানুষের চাওয়া–পাওয়াকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। জনগণের সেবা করতেই আমি নির্বাচন করছি। তাই এলাকার সকল মানুষের সহযোগিতা কামনা করছি। এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি এবং সবাইকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানাচ্ছি।
তিনি আরও জানান, দল থেকে বের হয়ে আসার পর থেকেই তিনি দলের সকল কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রেখেছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে তার মনোনয়নপত্র প্রাথমিক যাচাই–বাছাইয়ে বাতিল করা হয়। তবে আপিলের পর নির্বাচন কমিশন তা গ্রহণযোগ্য ঘোষণা করে। সোমবার সকালে নির্বাচন কমিশন থেকে তার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রার্থিতা ফিরে পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
ইজাদুর রহমান মিলন বলেন, সকল হিংসা–বিবাদ ভুলে গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এই আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী জনপদ হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করবো।
What's Your Reaction?